আসসালামু আলাইকুম
(৫৭)
হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সুরা ১০ ইউনুস
হে মানবকুল সত্যি করে ১ টা কথা বলতে পারি/পারেন? অন্যের দিকে আঙ্গুল দিয়ে দোষ না ধরে, আঙুলটা নিজের দিকে ঘুড়িয়ে দেখি আমি কতোটা ভালো/আল্লাহুর রসুলের কোরআন অনুযায়ী চলছি নাকি? প্রতিদিন ঘুমানোর আগে কাজের হিসাব মিলিয়ে ঘুমানোর চেষ্টা করি/করুন, কারন যার যার বোঝা তারই বহন করতে হবে। কোরআন ছাড়া কোন উপায় নেই।
আমরা বেশিরভাগ মুখেই পটু? চিলে কান নিছে? কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়াই? যদি তা নাই হয়? তাহলে আল্লাহু বলেন কোরআনে সব আছে, কোরআন তোমাদের জন্য পূর্নাঙ্গ বিধান এবং পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না কিছু ভুল পেতে পারি কিন্তু কোরআনে কোন ভুল নেই সেটাও প্রমানিত। সুতরাং কোরআন আকরে ধরে রাখলে এবং কোরআন অনুযায়ী মানলে আর কোন সমস্যা হবে না ইনশাআল্লাহু। অথচ কোরআন না পড়েই অনেকের কাছে ছুটে যাই, আর সেই ব্যক্তি মনগড়া কথা বলে দিলো আর বিশ্বাস করে পালন করা শুরু করে দিলাম? আমরা বর্বরতার যুগে আছি? সুতরাং যারা আরবি অর্থ জানি না তারা বাংলা অর্থসহ/মাতৃভাষায় মোবাইলে ডাউনলোড করে নিন / কিতাব বই কিনে নিন এবং প্রতিদিন সকাল, সন্ধ্যায়, দিবা ও রাত্রিতে বাংলা/মাতৃভাষায় কোরআন বুঝে পড়ি/পড়ুন । পার্থিব জীবন ক্ষনিকের, পরকাল চিরস্থায়ী। আমরা আমাদের বয়সের দিকে তাকালেই বুঝতে পাড়ি শুধু চিন্তা ভাবনা আর পরিকল্পনা করেই জীবন শেষ? কার জন্য কি করলাম? যেখানে কিয়ামত দিবসে বাবা মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না বাবা মাকে? তাহলে কিসের মোহে আছি? আল্লাহু পাঠালেন তার কাজ করতে, আর আমরা করছি আমাদের কাজ? সব মিলিয়ে দেখি/দেখেন লাভ কি, লস ছাড়া। মরবো জানি, কখন মরবো সেটাতো জানিনা। মরার পর উত্তর কি দিবো? অনেক মজা কোরআন বুঝে ও না বুঝেও পাঠ করলে। সুতরাং কোরআন পড়ি/পড়ুন, অন্য সব কিছু ছাড়া পার হওয়া সম্ভব কিন্তু কোরআন ছাড়া পার হওয়ার কোন সুযোগই নেই। আল্লাহু বলেছেন আমি তোমাদের কিতাব দিয়েছি পড়ার জন্য, জানার জন্য, মানার জন্য এবং প্রচার করার জন্য। না জানলে মানবো কিভাবে। মনে রাখবেন রাসুল (সাঃ) কোরআন অনুযায়ী সব করেছেন। রাসুল (সাঃ) বলেন আমার নিজস্ব কোন বানী নেই আল্লাহুর বানিই আমার বানী। উত্তেজিত হয়ে কথা না বলে আগে প্রমানসহ বুঝানোর চেষ্টা করুন যদি জানা থাকে?
(56) আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সুরা ৫১
আল্লাহু বলেন আমার কাছে আছে অফুরন্ত ভান্ডার তাহলে আমি/আপনি/আমরা ভান্ডারের কাজ করলেই আসমান ও জমিন সবই আমার।