রাজশাহীতে আন্দোলনে নিহত সাকিবের লাশ উত্তোলন

আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য বাহাত্তর দিন পর টিকাপাড়া কবরস্থান থেকে সাকিবের লাশ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সাকিব আনজুম বেসরকারি প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড সায়েন্স ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। গত ৫ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অয়ন ফারহান শামস, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহত সাকিব আনজুম এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। রাজশাহী নগর গোয়েন্দা বিভাগের পুলিশ ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মশিয়ার রহমান জানান, ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ ও চিকিৎসক পাওয়া যায়নি বিধায় সাকিব আনজুমের লাশ সঠিকভাবে ময়নাতদন্ত করা যায়নি। সঠিক ময়নাতদন্তের জন্য মরাদেহ কবর থেকে তোলার জন্য আদালতে আবদন করা হয় এবং আদালতের নির্দেশে ময়নাতদন্তের শেষে সাকিব আনজুম এর লাশ পুনরায় দাফন করা হবে। সাকিব আনজুম এর নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৪২ জনের বিরুদ্ধে নিহতের বাবা মাইনুল হক বোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ নেতা রুবেলসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *