সূরাঃ ক্বাফ [50:45]
তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।
সুতরাং আল্লাহুর আদেশ নিষেধগুলো মেনে চললেই কেবল শান্তি আসবে ইহকালে ও পরকালের।
কোরআনের অর্থ সম্পুর্ণ পড়ে ইসলাম পালনের নামই সফলতা।