গতকাল শুক্রবার ঢাকার তাঁতিবাজার পুজা মন্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কয়েকজন যুবক, হামলাকারীরা পালানোর সময় পুজা মন্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা হামলাকারীদের ধরতে গেলে তাদের কয়েকজনকে ছুড়ি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে এর মধ্যে তিনজনকে আটক করে, এতে হামলার পর ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে তিনি সাংবাদিকদের জানান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল বোমার ঘটনাটি ঘটে। একজনের কাছ থেকে একটি স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন।
পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন পেট্রোল বোমা হামলা ও ছিন্তাই দুটি পৃথক ঘটনা,
পুজা মন্ডপে নাশকতার উদ্দ্যেশ্যেই বোমা নিক্ষেপ করেছে।
এদিকে ছুড়ির আঘাতে আহত ব্যক্তিরা হলেন
মোঃ রমিজ উদ্দিন (৩০) ঝন্টু ধর (৫০) খোকন ধর (৪০) দীপ্ত দে (২৬) সাগর ঘোষ (২৬) তারা সবাই স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত কোতোয়ালি থানার এসআই মোঃ লিটন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আটক তিনজন হলেন গাইবান্ধার আকাশ (২৩) নোয়াখালীর মোঃ জীবন (১৯) পটুয়াখালীর হৃদয (২৩) তারা কোতোয়ালি থানার হেফাজতে আছেন।