পাকিস্তানের উপর নির্ভর করছে নারি টি টোয়েন্টি বিশ্বকাপ, বাঁচা-মরা লড়াই?
সর্বশেষ তিন আসরেই খেলেছে ভারত, নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পরার আশঙ্কা ভরতের নরী অধিনায়ক হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা।
শারজায় এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে নয় রানে হেরে ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা আরো কষ্ট হয়ে গেছে।
এখন ভারতীয় মেয়েদের ভাগ্য আর নিজেদের কাছে নেই।
ভারতের এখন নির্ভর করছে চির প্রতিদ্বন্ধী পাকিস্তানের উপর। এগ্রুপের শেষ ম্যাচে দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখামুখি হবে পাকিস্তান। যেকোনো ব্যবধানে এই ম্যাচে ফাতিমা-সানা নিদা কেবল কোনরকম জিতলেই কেবল ভারতীয় নারীদের জন্য ভালো হবে। রানরেটে এগিয়ে থেকে হারমানপ্রীতির দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ২ গ্রুপে ভাগ হয়ে খেলছে ১০টি দল, সেমিফাইনালে উঠবে দুই গ্রুপ থেকে দুটি দল। অষ্ট্রেলিয়া চার ম্যাচের সবকটি জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে এবং বিদায় নিয়েছে সবকটি হেরে শ্রিলঙ্কা। শেষ চারের আরেকটি জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডে, পাকিস্তান ও ভারত। এখন ভারত ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান কিন্তু রানরেটে এগিয়ে থাকায় ভারত ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার ভারত দুই ও নিউজিল্যান্ডে তিন এ। ভারতীয় নারীদের কোন ম্যাচ খেলা বাকি নেই। কিউই মেয়েরা একটি ম্যাচ কম খেলেছে। পাকিস্তান তিনটি ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। সেমিফাইনালে উঠে গেছে বর্তমান গ্রুপ চেম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে যদি পাকিস্তান হারায় তাহলে তিন দলেরই পয়েন্ট হবে সমান চার করে। যদি পাকিস্তান আগে ব্যাট করে ৪৭-৬০ রানের ব্যবধানে জিতে তাহলে শেষ চারে উঠে যাবে।